শিরোনাম:

স্ত্রীর করা মামলায় আবদুল্লাহ মজুমদার কারাগারে

সেপ্টেম্বর ১৫, ২০২৩


স্ত্রীর করা যৌতুক মামলায় সাংবাদিক ও লেখক মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারকে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়ায় উত্তর যশপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ। 

পরে ৫ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জেরে তার স্ত্রী নাজমুন নাহার ইমা উক্ত মামলাটি দায়ের করেন বলে জানা যায়।

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) , ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি) সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।