শিরোনাম:
ফেনীর কথা রিপোর্টঃ ফেনীর গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ১১ পেরিয়ে ১২ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের রাজাঝির দীঘির পশ্চিম পাড়ে ইউনিটি প্রাঙ্গনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। সাধারণ সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা।
বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি দিদারুল আলম, সাবেক সভাপতি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহ জালাল রতন ,সাবেক সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী,সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন,বাংলাদেশ প্রতিদিন ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি জমির বেগ, যমুনা টিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আর এম আরিফুর রহমান,শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী,প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ,ইউনিটির নির্বাচন কমিটির তৌহিদুল ইসলাম তুহিন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শুকদেব নাথ তপন।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন কে কেক খাইয়ে দিচ্ছেন
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, ফেনীতে সাংবাদিকদের বিভাজনের গভীরতা অনেক বেশি। তাই হুট করেই এটি হয়তো শেষ হবেনা। সাংবাদিকরা তাদের মিডিয়াগুলোতে সঠিক ভাবেই কাজ করছেন। কিন্তুু তাদের এ্যাসোসিয়েশনের জায়গায় কিছু বিভাজন রয়েছে। ফেনীর সাংবাদিকদের ভেতর থেকে জোড়া লাগা শুরু হয়েছে। আশাকরি শিঘ্রই এবিভাজনটাও চলে যাবে। দেশের সকল ক্ষেত্রেই ফেনীর সাংবাদিকদের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, সবাই মিলেমিশে থাকার মাঝেই পেশাগত শক্তি লুকিয়ে আছে। আমাদের ১০ জনের ফোর্স একতাবদ্ধ থাকায় হাজার হাজার মানুষকে মোকাবেলা করতে পারে।
অনুষ্ঠানে ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান শহর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী
লক্ষ্য উদ্দেশ্য একই থাকলে যে কোন পরিস্থিতিই মোকাবেলা করা সম্ভব। সাংবাদিকদের বিভাজন শেষ করে ঐক্য রচনা করতে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়ার অনুরোধ জানান তিনি। পরে বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে দেয়া ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন নব নির্বাচিত সভাপতিসহ সংগঠনের ২০২২ সেশনের নেতৃবৃন্দ।