শিরোনাম:

ফেনীর কৃতি সন্তান আইআইডিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার লাভ

অক্টোবর ২৭, ২০২১


ফেনীর কথা রিপোর্টঃ ফেনীর কৃতি সন্তান বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া ‘’স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২১’’ লাভ করেছেন। বেসরকারী আর্থিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা সংসদ তাকে এ পুরস্কার প্রদান করে। গত ২৬ অক্টোবর ২০২১ ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরুস্কার প্রদান করা হয়।

ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন কর্মকাণ্ডে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব সরোয়ার দীর্ঘদিন ধরে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে কাজ করছেন এবং এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ কর্মজীবনের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনাব সরোয়ার আইআইডিএফসির ব্যবসায়ীক সম্প্রসারণ, উন্নয়নসহ এ সেক্টরের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করছেন।