শিরোনাম:
ফেনীর কথা রিপোর্টঃ ফেনীর কৃতি সন্তান বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া ‘’স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২১’’ লাভ করেছেন। বেসরকারী আর্থিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা সংসদ তাকে এ পুরস্কার প্রদান করে। গত ২৬ অক্টোবর ২০২১ ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরুস্কার প্রদান করা হয়।
ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন কর্মকাণ্ডে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব সরোয়ার দীর্ঘদিন ধরে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে কাজ করছেন এবং এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ কর্মজীবনের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনাব সরোয়ার আইআইডিএফসির ব্যবসায়ীক সম্প্রসারণ, উন্নয়নসহ এ সেক্টরের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করছেন।