শিরোনাম:

ফেনীতে দৈনিক নবচেতনা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নভেম্বর ৩০, ২০২১


সাহেদ হোসেন চৌধুরীঃ ফেনীতে দৈনিক নবচেতনা’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ নভেম্বর কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নবচেতনা’র ফেনী জেলা প্রতিনিধি সাহেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক অগ্রযাত্রা প্রতিনিধি মোঃ ইসমাইল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- স্বদেশ কণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, আলোকিত বাংলা’র সম্পাদক চৌধুরী এ এম মোর্শেদ শিবলী, সাপ্তাহিক ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহমদ, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঞা, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সাপ্তাহিক উদয় চীপ রিপোর্টার জিয়াউদ্দিন সোহাগ, নবচেতনা সোনাগাজী প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীব। এতে আরও উপস্থিত ছিলেন- ওমরপুর চিশতী হাইস্কুলের সহকারী শিক্ষক ইকবাল হোসেন, আলফা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সহকারী মার্কেটিং ম্যানেজার শাহাদাত হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, আবদুল কুদ্দুস পাটোয়ারি, মোঃ ইলিয়াছ ও ওমর ফারুক প্রমূখ।

অতিথিবৃন্দ দৈনিক নবচেতনা’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।