শিরোনাম:

ফেনী সোসাইটি উত্তরায় মিলনমেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ডিসেম্বর ০৮, ২০২১


নিজস্ব রিপোর্টঃ গত ৪ডিসেম্বর ফেনী সোসাইটি উত্তরার উদ্যোগে মিলনমেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উত্তরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য  নিজাম উদ্দিন হাজারী।

                       শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিশেষ অতিথি এ কে এম শাহেদ রেজা শিমুল

সোসাইটির সভাপতি মমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও রেজা গ্রুপের চেয়ারম্যান এ কে এম শাহেদ রেজা শিমুল, একতা গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক এম এ হান্নান ও ফেনী পৌর সভার সাবেক মেয়র হাজী আলা উদ্দিন।

              প্রাধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর লিটন

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমগীর লিটন। অনুষ্ঠানে ফেনীর ৩৫জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেন।  প্রধান অতিথি সাংসদ নিজাম উদ্দিন হাজারী তার বক্তব্যে ফেনীর বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন ও কিছু ভবিষ্যৎ পদক্ষেপের কথা উপস্থিত ফেনীবাসীকে অবহিত করেন।