শিরোনাম:

ফেনী সমিতি ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচনে শেখ আবদুল্লাহ - সেলিম প্যানেল নির্বাচিত

নভেম্বর ৩০, ২০২১


ফেনীর কথা রিপোর্টঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফেনী সমিতি ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৫ পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে শেখ আবদুল্লাহ - মো: শাহাদাত হোসেন সেলিম প্যানেল ৪৯টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪৮টি পদে জয় লাভ করে। প্রতিদ্বন্দ্বী গণী আহমেদ - ডাঃ বুলবুল প্যানেল থেকে মাত্র একজন নির্বাচিত হন।

সভাপতি শেখ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সেলিম দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। নির্বাচনে ঢাকাস্থ ফেনীবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে। এতে ফেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।