শিরোনাম:
নিজস্ব প্রতিনিধি || দৈনিক আমার কাগজ সম্পাদক ও ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ সভাপতি ফজলুল হক ভূঁইয়া রানা বলেছেন, পেশাগত সুনাম রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মর্যাদা অক্ষুন্ন থাকবে। ফেনী রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এটি ফেনীবাসীর জন্য সুনাম বয়ে আনবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে দেশ ও জাতি উপকৃত হয়। আর যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কেউই মর্যাদা পাবেন না। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের সুখে-দু:খে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো। এসময় ইউনিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারন সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
এসময় ইউনিটির সাবেক সভাপতি ও সমকাল নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, ইউনিটির সাবেক সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, সহ-সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, দপ্তর সম্পাদক, দৈনিক দিনকাল ও ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক, দৈনিক দেশরূপান্তর ও ইউএনবি প্রতিনিধি মো: শফি উল্যাহ রিপন, আমার কাগজ প্রতিনিধি আলা উদ্দিন, বৈশাখী টিভি প্রতিনিধি রাজন দেবনাথ, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি এম. শরীফ ভূঁঞা, দৈনিক স্টার লাইন স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মো: সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক এখলাস উদ্দিন খোন্দকার বাবলু উপস্থিত ছিলেন।