শিরোনাম:

পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রধান করলো উত্তর যশপুর আলোর দিশারী সংঘ

সেপ্টেম্বর ১০, ২০২২


ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুর আলোর দিশারী সংঘ ও পাঠাগার এর পক্ষ থেকে এসএসসি ও দাখিল ২০২২ সালের পরীক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রধান করা হয়েছে। আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা উপলক্ষে  এ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর দিশারী সংঘ ও পাঠাগারের সভাপতি মোঃ কফিল উদ্দিন পাটোয়ারী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাস্টার জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক ও সদস্য মোঃ মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা।