শিরোনাম:
স্টাফ রিপোর্টারঃ চলমান ইউপি নির্বাচনে ফেনীর ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ফেনীর ৩ সাংবাদিক অংশ নিচ্ছেন। তারা হলেন সাপ্তাহিক উন্মোচন সম্পাদক ও টিভি চ্যানেল বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, সাপ্তাহিক স্বদেশ পত্র ও সাপ্তাহিক সমশের নগর সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম।
প্রাপ্ত তথ্যে জানাযায়, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক দাগনভূঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নে আনারাস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাংবাদিক এন এন জীবন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং বিজয় লাভের আশায় মাঠে থেকে মানুষের ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। অপর সাংবাদিক জাফর সেলিম ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনিও বিজয় লাভের আশায় শেষ পর্যন্ত মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
চলমান ইউপি নির্বাচনে ফেনীর বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতা বিহীন একতরফা নির্বাচনে জৌলুস অনেকটা হারিয়েছে বলে সাধারণ জনগণ মনে করছেন। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে তুলতে দাগনভূঁইয়া উপজেলার জয়লস্কর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাংবাদিক রফিকুল ইসলাম, এমনটাই জানিয়েন তিনি।
রফিকুল ইসলাম ফেনীর কথাকে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচনের প্রবণতা স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা ও প্রাতিষ্ঠানিকীকরণে বিশাল প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। শুধু স্থানীয় পর্যায়েই নয়, জাতীয়ভাবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর প্রভাব পড়বে। এতে গণতন্ত্রের মৌলিক কাঠামো আরও দুর্বল বা অকার্যকর হয়ে পড়তে পারে। মনে রাখতে হবে, স্থানীয় সরকারগুলো রাষ্ট্রবিজ্ঞানীদের বিবেচনায় ‘গণতন্ত্রচর্চার সূতিকাগৃহ’। এগুলো জনআকাঙ্খার প্রকাশ। সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আচরণচর্চার শুরুটা এখানেই হয়ে থাকে। কিন্তু যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে মনে হয়, আমরা আমাদের গণতন্ত্রচর্চার ক্ষেত্রকে দুর্বল করে দিচ্ছি, যার ফলাফল হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রক্রিয়া চললে একসময় নির্বাচন হবে পেশি শক্তি, অর্থবিত্ত এবং ক্ষমতাশীলদের চারণভূমি, যা সন্দেহাতীতভাবে গণতন্ত্রের ভিত্তি স্থানীয় সরকারকে শুধু দুর্বলই নয়, আস্থাহীন, অকার্যকর ও অবিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।'