শিরোনাম:

আলমগীর কবির দেশের আর্থিক খাতের পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ও সততার অনন্য দৃষ্টান্ত -এরশাদ মজুমদার

ডিসেম্বর ০৮, ২০২১


নিজস্ব রিপোর্টঃ ফেনীর কৃতি সন্তান জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য, দেশ বরেণ্য সাংবাদিক, কলামিষ্ট এরশাদ মজুমদার বলেছেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির দেশের আর্থিক খাতের পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ও সততার অনন্য দৃষ্টান্ত। জনাব আলমগীর কবিরের নেতৃত্বে সাউথইস্ট ব্যাংকের ক্রমবর্ধমান অগ্রগতি ও উন্নতিতে ঈর্ষান্বিত একটি স্বার্থান্বেষী মহলের  অপপ্রচারের পরিপ্রেক্ষিতে জনাব এরশাদ মজুমদার এ মন্তব্য করেন।

দেশবরেণ্য সাংবাদিক জনাব এরশাদ মজুমদার বলেন আলমগীর কবির অর্থনৈতিক অঙ্গনে আমার দেখা একজন শতভাগ প্রফেশনাল ও গুণী ব্যক্তিত্ব। দেশের আর্থিক খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘ ৩ দশক ধরে তিনি সাফল্যের সাথে নিরলস কাজ করে যাচ্ছেন। আলমগীর কবির এফসিএ ২০০৩ সালে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিধ্বস্থ অবস্থা থেকে ব্যাংকটিকে অনন্য উচ্চতায় সুপ্রতিষ্ঠিত করেন। তিনি এ সফল ব্যক্তিত্বের বিরুদ্ধে বিশেষ মহলের অপপ্রচারের তীব্র নিন্দা জানান।